মুহম্মদ জাফর ইকবাল

মুহম্মদ জাফর ইকবাল (জন্ম ডিসেম্বর ২৩, ১৯৫২) একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ, ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তাঁর লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, যদিও তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।

মুহম্মদ জাফর ইকবাল  এর শিক্ষাজীবন

জাফর ইকবাল ১৯৬৮ সালে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৭৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তাঁর বিষয় ছিল - 'Parity violation in Hydrogen Atom. সেখানে পিএইচডি করার পর বিখ্যাত ক্যালটেক থেকে তার ডক্টরেট-উত্তর গবেষণা সম্পন্ন করেন।

মুহম্মদ জাফর ইকবাল  এর  কর্মজীবন

ড. জাফর ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন যথাক্রমে ১৯৭৫ ও ১৯৭৬ সালে। ১৯৭৫ সালে অনার্স-এ দুই নম্বরের ব্যবধানে প্রথম শ্রেণীতে ২য় স্থান অধিকার করেন। তিনি ১৯৮২ তে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি সম্পন্ন করে ১৯৮২ থেকে ১৯৮৮ পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনিস্টিটিউট অফ টেকনোলজিতে সাফল্যের সাথে ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন। ১৯৮৮ তে তিনি বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ (বেলকোর) এ গবেষক হিসাবে যোগদান করেন এবং ১৯৯৪ পর্যন্ত সেখানেই কাজ করেন। ওই বছরেই তিনি দেশে ফিরে আসেন এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। তিনি একাধিকবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হন এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।


মুহম্মদ জাফর ইকবাল  এর প্রাপ্ত পুরস্কার সমূহ
  1.     বাংলা একাডেমী পুরস্কার, ২০০৪।
  2.     শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ২০০৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার
  3.     কাজী মাহবুবুল্লা জেবুন্নেছা পদক ২০০২
  4.     খালেদা চৌধুরি সাহিত্য পদক বাংলা ১৪১০
  5.     শেলটেক সাহিত্য পদক ২০০৩
  6.     ইউরো শিশুসাহিত্য পদক ২০০৪
  7.     মোহা. মুদাব্বর-হুসনে আরা সাহিত্য পদক ২০০৫
  8.     মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পদক ২০০৫
  9.     আমেরিকা এল্যাইমনি এ্যসোসিয়েশন পদক ২০০৫
  10.     ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালাইমনি এ্যাসোসিয়েশন পদক '০৫

মুহম্মদ জাফর ইকবাল  এর  উল্লেখযোগ্য রচনাবলী
মুহম্মদ জাফর ইকবাল  এর উপন্যাস
  1.     আকাশ বাড়িয়ে দাও
  2.     দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর
  3.     বিবর্ণ তুষার
  4.     সবুজ ভেলভেট
  5.     কাচসমুদ্র
  6.     ক্যাম্প
  7.     মহব্বত আলীর একদিন

মুহম্মদ জাফর ইকবাল  এর ছোট গল্প
  1.     ক্যাম্প
  2.     ছেলেমানুষী
  3.     নুরূল ও তার নোটবই


মুহম্মদ জাফর ইকবাল  এর  বৈজ্ঞানিক কল্পকাহিনী
  1.     কপোট্রনিক সুখ দুঃখ
  2.     ট্রাইটন একটি গ্রহের নাম
  3.     যারা বায়োবট
  4.     টুকুনজিল
  5.     বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার
  6.     নি:সঙ্গ গ্রহচারী
  7.     মহাকাশে মহাত্রাস
  8.     ওমিক্রমিক রূপান্তর
  9.     ফোবিয়ানের যাত্রী
  10.     বিজ্ঞানী অনিক লুম্বা
  11.     বেজি
  12.     নয় নয় শূন্য তিন
  13.     পৃ
  14.     অবনীল
  15.     ক্রোমিয়াম অরণ্য
  16.     ক্রুগো
  17.     সিস্টেম এডিফাস
  18.     একজন অতিমানবী
  19.     ইরন
  20.     ফিনিক্স
  21.     অবনীল
  22.     ত্রাতুলের জগৎ
  23.     মেতসিস
  24.     ত্রিনিত্রি রাশিমালা
  25.     রুহান রুহান
  26.     জলমানব
  27.     অন্ধকারের গ্রহ(২০০৮)
  28.     প্রডিজি (২০১১)
  29.     কেপলার টুটুবি (২০১২)

মুহম্মদ জাফর ইকবাল  এর কিশোর সাহিত্য
  1.     দীপু নাম্বার টু (চলচ্চিত্র রূপ), ১৯৯৬
  2.     হাতকাটা রবিন
  3.     দুষ্টু ছেলের দল
  4.     জারুল চৌধুরীর মানিকজোড়
  5.     আমার বন্ধু রাশেদ 
  6.     দস্যি কজন
  7.     কাবিল কোহকাফী
  8.     কাজলের দিনরাত্রি
  9.     মেকু কাহিনী
  10.     টি-রেক্সের সন্ধানে
  11.     আমি তপু
  12.     শান্তা পরিবার
  13.     বকুলাপ্পু
  14.     নিতু ও তার বন্ধুরা
  15.     টুকি এবং ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান
  16.     শাহনাজ ও ক্যাপ্টেন ডাবলু
  17.     রাজু ও আগুনালির ভুত
  18.     নাট বল্টু(২০০৮)
  19.     রাতুলের রাত রাতুলের দিন (২০১২)


মুহম্মদ জাফর ইকবাল  এর  ভৌতিক সাহিত্য
  1.     প্রেত
  2.     পিশাচিনী
  3.     নিশিকন্যা
  4.     ছায়ালীন
  5.     ও
  6.     দানব

মুহম্মদ জাফর ইকবাল  এর  টিভি নাটক
  1.     গেস্ট হাউস
  2.     ঘাস ফরিঙের স্বপ্ন
  3.     শান্তা পরিবার
  4.     একটি সুন্দর সকাল
  5.     লিরিক

0 comments:

Dí lo que piensas...